বুধবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার আগে মহড়ার সময় তাঁবুতে আগুন লেগে যায়।
নিরাপত্তা মহড়ার সময় সোমবার অনুষ্ঠানের কিছুটা দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যাওয়ায় আবারও সাময়িকভাবে বন্ধ করতে হয় ক্যাপিটল। তবে এর সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্যাপিটল পুলিশ।
সোমবার ক্যাপিটলে মহড়া চলার সময় সেখানে বাইডেন ছিলেন না। সেই সময়ই ক্যাপিটল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যায়।
ওই আগুনে ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে। তবে কিছুক্ষণের মধ্যেই অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।