সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৯/০১/২০২১ ইং তারিখ আনুমানিক ১১.৪৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামস্থ উনু মিয়ার আম বাগানের দক্ষিন পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে (ক) ভারতীয় তৈরি বিড়ি-১,৪৫,০০০/- (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) পিচ (খ) মোবাইল সেট-০২টি, (গ) সীমকার্ড-০৩টি সহ ০১ জন চোরাকারবারী ১। মোঃ ফাইজ উদ্দিন @ গেদু (৫৬), পিতা-মোঃ মুনসুর আলী, মাতা- মোছাঃ হুনুরী বেগম, সাং- রাণীনগর, ইউপি-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, অদ্য ২৯/০১/২০২১ ইং তারিখ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামস্থ উনু মিয়ার আম বাগানের দক্ষিন পার্শ্বে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ ভারতীয় তৈরি বিড়ি বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত চোরাকারবারীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক ১১.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ০১ জন চোরাকারবারী ১। মোঃ ফাইজ উদ্দিন @ গেদু (৫৬), পিতা-মোঃ মুনসুর আলী, মাতা- মোছাঃ হুনুরী বেগম, সাং- রাণীনগর, ইউপি-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে (ক) ভারতীয় তৈরি বিড়ি-১,৪৫,০০০/- (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) পিচ (খ) মোবাইল সেট-০২টি, (গ) সীমকার্ড-০৩টি উদ্ধার করা হয়। উক্ত চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ বিড়ি সহ বিভিন্ন ধরনের চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।