করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণে জনসচেতনতা বৃদ্ধিতে ও সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ গার্ল গাইডস্, আঞ্চলিক কার্যালয়, রংপুর অঞ্চল, রংপুরকে সম্মাননা জানালো রংপুর জেলা প্রশাসন। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান বাংলাদেশ গার্ল গাইডস্, আঞ্চলিক কার্যালয়, রংপুর অঞ্চল, রংপুর এর প্রতিনিধিগণের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় জেলা প্রশাসক করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশ গার্ল গাইডস্, আঞ্চলিক কার্যালয়, রংপুর অঞ্চল, রংপুর এর সকল সদস্যের অবদানের কথা উল্লেখ করেন এবং জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে এ কার্যক্রমে সকল সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।