ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ভোলাহাটে আনুষ্ঠানিক ভাবে করোনা ভ্যাকসিন নেওয়ার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে করোনা ভ্যাকসিন নেওয়ার শুভ উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মশিউর রহমান প্রথম ভ্যাকসিন নিয়ে এ যাত্রার শুভ উদ্বোধন করেন।
পরবর্তী সময়ে ভ্যাকসিন গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক জনাব রাব্বুল হোসেন,ভাইস চেয়ারম্যান জনাব গরিবুল্লাহ দবির,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ জেলা পরিষদের সদস্য পিয়ার জাহানসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বস্থরের জনগনকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রাথমিক অবস্থায় এ উপজেলায় ৩০১ ভায়াল করোনা ভ্যাকসিন এসেছে এবং ১ হাজার ৫ শত ১০ জনকে এ ভ্যাকসিন প্রদান করা যাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃআব্দুল হামিদ ।