রংপুরে অনুমোদনবিহীন মশার কয়েল উৎপাদনের অপরাধে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরের সাতগাড়া এলাকায় এই জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় অভিযানে ডিবি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ‘কারখানা মালিক সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে কয়েল উৎপাদন করছিল। এসব কয়েলে বিএসটিআইসহ অন্যান্য সরকারি অনুমোদন ছিলনা। গোপন সংবাদের ভিত্তিতে এসব কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’