স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মাসউদা আফরোজ হক শুচির গনসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারী সোমবার বাদ মাগরিব নাচোল মধ্যবাজার ও নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নির্বাচনী অফিস উদ্বেধন করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হকের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী মাসউদা আফরোজ হক শুচি, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের খোকন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তোফিক, প্রার্থী স্বামী সাবেক যুবনেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জাব্বার, আমির হোসেন। বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন তার বক্তব্যে বলেন,“ আগামী ২৮ ফেব্রুয়ারী পৌর নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে গণতন্ত্র উদ্ধারে সহায়তা করুন। শুচি নিঃসন্ধে একজন ভালো নেত্রী। তিনি কারো সাথে কোনভাবে প্রতারণা করেননি। আধুনিক পৌরসভা গড়তে ২৮তারিখ সারাদিন ধানের শীষ প্রতিকে ভোট দিন। শুচি বলেন, “আমি আপনাদের মেয়ে ,আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে আমাকে ভোট দিবেন। ইনশাল্লাহ এই পৌরসভাকে আমি মডেল পৌরসভায় রুপান্তরিত করবো।” মধ্যবাজারে অফিস উদ্বোধন শেষে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন মাসউদা আফরোজ হক শুচি।