১৯২৩ সালে জন্ম সাংশৈল গ্রামের রাম প্রসাদ দাসের। কোন এক অজানা কারনে হঠাৎ বন্ধ হয়ে গেছে ৯৭ বছর বয়সী বৃদ্ধের বয়ষ্ক ভাতা। আসলে বন্ধ হয়ে গেছে তার বয়সের ভারে নুয়ে পড়া, শীর্ণকায় দেহকে কোনমতে টেনে নেয়ার শেষ রসদটুকু। সহায় সম্বলহীন হতদরিদ্র রামপ্রসাদ অনেক ঘুরে এসেছিলেন ইউ.এন.ও. জনাব জয়া মারীয়া পেরেরা স্যারের কাছে। কাছে ডেকে নিয়ে গভীর মমতায় শুনলেন রামপ্রসাদের দুঃখ গাঁথা। আশ্বাস দিলেন তার সমস্যা দ্রুত সমাধানের।
রামপ্রসাদের ঘোলাটে চোখে স্বস্তির আভা….
দৃঢ় বিশ্বাস তাঁর মেয়ে সমস্যাটার একটা সমাধান নিশ্চয়ই করবে…
স্থান উপজেলা নির্বাহী অফিস, নিয়ামতপুর,নওগাঁ।