সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃযশোরে ৬শ ‘পিস ইয়াবা ট্যাবলেটসহ মোমেনা রহমান কাজল (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)যশোর কোতয়ালী মডেল থানাধীন গুরুদাশ বাবুলেনস্থ পাবলিক হেলথ অফিসের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক মোমেনা খুলনা দৌলতপুর এলাকার আজিজুর রহমান বাবু স্ত্রী। এ/পি-জনৈক শামীমুর রহমান @ মুন্সী পাইপ পট্টি, গুরুদাশ বাবুলেন এর বাড়ীর ভাড়াটিয়া।
ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশের নেতৃত্বে (এসআই) শামীম হোসেন,(এসআই) নূর ইসলাম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যশোর কোতয়ালী মডেল থানাধীন গুরুদাশ বাবুলেনস্থ পাবলিক হেলথ অফিসের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৬শ’ পিস ইয়াবে ট্যাবলেট সহ মোমেনা কে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের হস্তান্তর করা হয়েছে।