তানোরে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন
রাজশাহী বিভাগীয় প্রধান সোহানুল হক পারভেজ :
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ নতুন ভবনেন উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে কৃষ্ণপুর মোড়স্থ পাঁচন্দর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বভনের উদ্বোধন করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা আ’ লীগ সিনিয়র সহ-সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ।এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রীলগসহ অংগ সংগঠনের নেতা কর্মি সমর্থকসহ বিভিন্ন এলাকার বিভিন্ন উপকার ভোগী নারী পুরুষ ও বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রায় ৮০ লাখ টাকা ব্যায়ে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের নবনির্মিত বভনটি নির্মান করা হয়েছে।