চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ নভেম্বর রাত সোয়া ১০ টার দিকে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. শামীম হোসেন ওরফে হাবিব (২০)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের কয়লাবাড়ি মোড় থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ হাবিবকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে এসআই আসগর আলী ও এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স অভিযান টি চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। – কপোত নবী।