আজ ২২ নভেম্বর জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা এর নেতৃত্বে র্যাব-১৩ এর সহযোগিতায় রংপুর নগরের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয় এবং জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।