নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা শিবগঞ্জের তেলকুপির একটি মাঠে ২৫ বোতল ফেনসিডিল এবং ১০০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবির একটি টহল দল।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা তেলকুপি এলাকার এমতাজ আলীর ছেলে মো. সেলিম রেজা (৩০)।
জানা গেছে, ২৫ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তেলকুপি বিওপির নায়েব সুবেদার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ২৫ বোতল ফেনসিডিল এবং ১০০ পিস ইয়াবাসহ সেলিমকে হাতেনাতে গ্রেপ্তার করে বিজিবি। উদ্ধার মাদকের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি মাদকসহ ১ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়াও তিনি সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। – কপোত নবী।