নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
১০ লাখ ৫০ হাজার টাকার ১০০ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিলসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার শহিদুল ইসলাম অরফে শহিদ (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার একটি টিম অভিযান পরিচালনা করে।
জানাগেছে, রাজশাহী জেলার পুঠিয়ার ম্যাচপাড়া বিল কালারতলা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ শহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১টি গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মো. মামলত আলী অরফে মামলত ও মোছা. সুমেরা বেগমের ছেলে।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (পুলিশ সুপার) মো. জয়নুল আবেদীনের নির্দেশে পুলিশ পরিদর্শক মোহা. সেলিম বাদশাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই আতাউর রহমান, নায়েক আবুল ফজল, রায়হানুল ইসলাম, কনস্টেবল নাজিমুজ্জামান, শামীম ইসলাম ও শামীম হোসেন অভিযানটি চালায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। – কপোত নবী।