নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সামিউল হক লিটন আবেদন পত্র সংগ্রহ এবং তা পূরণ করে জমা দিয়েছেন। ১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন পত্রটি জমা দেন তিনি।
এ ছাড়াও মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে নতুন মুখ চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী এ্যাড. মো. মিজানুর রহমান মিজানও আবেদন পত্র জমা দিয়েছেন।
জানাগেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন পত্র জমা দেয়ার ঘোষণা দেয়া হয়। এরই প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে এ দুই প্রার্থী আবেদন পত্র দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা কামাল উদ্দিন,
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সহ- সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, পৌর সভার ৬নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অঙ্কুর জোবায়ের নিকট আলহাজ্ব সামিউল হক লিটন ও এ্যাড. মিজানুর রহমান নৌকা প্রতীকের জন্য আবেদন পত্র তুলে দেন। – কপোত নবী।