নয়ন ঘোষ
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাসব্যাপী দামোদর ব্রত অনুষ্ঠানের সমাপনি উপলক্ষে মহাপ্রভুর ভোগ, হরিনাম সংর্কীতন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নশিপুর রাধা গোবিন্দ মন্দিরের উদ্দোগে আলোাচনাসভায় বক্তব্য রাখেন,
সভাপতি দুলাল ঘোষ, সম্পাদক , লক্ষন ঘোষ মেম্বার সাধারণ রতন ঘোষ, রাধা গোবিন্দ মন্দিরের সহ- সাধন ঘোষ, সাধারণ সম্পাদ, অষ্টম ঘোষ, অপূর্ব ঘোষ, অসিত ঘোষ,নয়ন ঘোষ,জয়ন্ত ঘোষ
আলোচনাসভা শেষে দুপুরে প্রায় ১ হাজার ভক্তদের মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, নশিপুরে পুরো কার্তিক মাস জুড়ে ভোক্তারা ভোরে নগর পরিক্রমাসহ মন্দির এর হরিনাম সংকীর্তন এবং মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হয়।