গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সাথে মতবিনিময় আনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের হল রুমের অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী আফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র মুকিতুর রহমান রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান অাতাউর রহমান বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, মাননীয় সংসদ সদস্য’র রাজনৈতিক সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সাদেক,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সাখোয়াত হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ,গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, মহিলা কলেজ অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স,উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম,ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,শিবপুর ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মন্ডল,সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল,মহিমাগঞ্জ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান, নাকাই ইউনিয়নের চেয়ারম্যান সাজু,গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ,গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফিরোজ খান নুন, নাগরিক কমিটির আহবায়ক এম,এ মতিন মোল্লাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,শিক্ষক, সুধীজন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ পরিচিতি সভায় উপস্থিত ছিলেন।পরিচিতি সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।