মোঃ সুফিয়ান, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন এর মাধবপুর গ্রামের মোঃ আঃ হাকিম, আঃ রাকিব ও হুমায়ুন কবিরের ভয়াবহ আগ্নিকাণ্ডে তিনটি খরের পালা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১১টা ১০ মিনিটে একটি খরের পালা থেকে আগুনের সুত্রপাত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টার ও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুত্র জানায়, আগুন লাগার পরপরই এর লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। এ সময় আতঙ্কে গ্রাম বাসী এবং আশপাশের লোকজন দিগ বেদিক ছোটাছুটি করতে থাকে। অনেকে ঘুমিয়ে ছিলেন। মানুষের চিৎকার শুনে তারা দ্রুত ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিনটি পালাতে প্রায় দেড় লক্ষ টাকা।