মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নওপাড়া ইউপি নান্দিগ্রাম গ্রামে যুবকদের সহযোগিতা ও উদ্যোক্তা মোঃ ফায়সাল মাহমুদ নিজ উদ্যোগে ″যুব গ্রাম উন্নয়ন সংস্থা″ সুগঠিত হয়।
সংস্থার পক্ষ থেকে আজ ২৪ জানুয়ারী বিকাল ৪ ঘটিকায় নিজ এলাকায় গরিব-অসহায়দের মানুষের মাঝে প্রথম বারের মতো শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
গ্রামের যুবকরা তাদের প্রতিদিনের প্যাকেট খরচের কিছু অংশ জমা করে, চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে এই স্লোগান কে সামনে রেখে “যুব গ্রাম উন্নয়ন সংস্থা”সংস্থাটি পথচলা।
পবিত্র কোর-আন তেলোয়াতের মাধ্যম দিয়ে হাফেজ মাঃ মোঃ আবু মাইমানা অনুষ্ঠান শুরু করেন।
সংস্থার সভাপতির বক্তব্যে মোঃ মোরশেদ আলম বলেন, ষড়ঋতুর পালাবদলে এখন শীতকাল ঋতুতে সমাজের গরিব, অসহায়, দুস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগের সম্মুখীন হয়। তাই তাদের পাসে দাঁড়ানো জরুরী।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত গ্রামের ওয়ার্ড সভাপতি মোঃ মাহাবুর রহমান (টুনু)।সংস্থার সভাপতি জনাব মোঃ মোরশেদ আলম, সহ সভাপতি মোঃ আবজাল হোসেন, সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ ফায়সাল মাহমুদ, সহকারী হিসাব রক্ষক মোঃ এরশাদ হাসান সহ অনেকে।