আজ ১৯ ডিসেম্বর বিকেল ৩.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে শ্যামপুর সুগার মিল বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিনিধি, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্যামপুর সুগার মিলস লিমিটেডের অধীনে উৎপাদিত আখ নিকটস্থ চিনি কলে মাড়াই কার্যক্রম গ্রহণের জন্য গৃহীত সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে শান্তিশৃঙ্খলা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয় নিয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া আখচাষী, শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয়।