মোঃ আবেদ আলী: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:বীরগঞ্জ বলাকা মোড় শীমুলতলা কালী মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গত ২৬ ডিসেম্বর রাতে বীরগঞ্জ পৌরসভার বলাকা মোড়স্থ শীমুলতলা কালী মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাকারিয়া জাকা, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ও পৌরসভার নৌাকার প্রার্থী মোঃ নুর ইসলাম, মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌ:ুরী হেলাল ও অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমপি গোপাল মুজিব শতবর্ষের উপহার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বাস্তয়ানে বীরগঞ্জ বলাকা মোড় শীমুলতলা কালী মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও
বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে খামার খড়িকাদাম রেমনেন্ট প্রেসবিটেরিয়ান চার্চ এর আয়োজনে শুভ বড়দিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।