শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দু:স্থ – অসহায় পেনসনভোগীদের মধ্যে একককালীন অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি,শিবগঞ্জ শাখার আয়োজনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১( শিবগঞ্জ) আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি এবং সংগঠনটির জেলা কমিটির সাধারন সম্পাদক আবুল হোসেন পাটুয়ারী ।এসময় সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি মজিবুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: আকবর হোসেন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একক কালীন অনুদান প্রদানের পাশাপাশি সরকারী কর্মচারীদের পোষ্যদের শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তাও বিতরন করা হয়।
প্রসঙ্গত: ৩৫ জন পেনসনভোগী ও পোষ্যদের সহায়তা হিসেবে এক লাখ ৬ হাজার টাকা বিতরন করা হয়।