ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোজ বুধবার বিকাল ৩ টার সময় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও আনন্দ মিছিলটি মেডিকেল মোড়স্থ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দলীয় কার্যালয় থেকে বের হয়ে মেডিকেল মোড় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ,সাবেক সহসভাপতি আইয়ুব আলী মন্ডল,কৃষক লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, ছাত্রলীগের সভাপতি সুলতানুল ইসলাম বুলেট, সাধারণ সম্পাদক রিফাত হোসেন টিইংকেলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগে,কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ইসমাইল হক-০১৭৪৪৮২৬৬৭৮
ভোলাহাট,