আরিফ, চাঁপাইনবাবগঞ্জঃ
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের বোলতলা মোড়ে অভিযান পরিচালনা করে ৯৫ গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিলন মিয়া (২০) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের আঃ সাত্তারের ছেলে।
র্যাব-৫, রাজশাহী বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা হয়েছে।