মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কনফারেন্স রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা, গর্ভবতী মায়েদের পুষ্টির জন্য পুষ্টি জাতীয় খাবারের জন্য কাজ করা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগনকে সেবা দিচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মেডিকেল অফিসার ডাঃ নিলয় দাস, ডাঃ সৈয়দ সাব্বিরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম উপস্থিত ছিলেন। পরিশেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এর পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর স্বপ্ন জনগণের জন্য স্বাস্থ্য সেবা বর্ধিতকরণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির প্রচেষ্টায় স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত বৈকালিক স্বাস্থ্য সেবা ২য় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।