নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে নাচোল সরকারী কলেজ হল কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারন সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।