নিউজ ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নাচোলের সন্তান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক এর আয়োজনে আজ ২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গ, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ‘বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শীর্ষক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্যের পক্ষে জনৈক প্রভাত সাহা, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাওয়ের সিনিয়র জুডিশিয়াল কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
এরই প্রতিবাদে নাচোলে মানবন্ধনে সাংবাদিক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক আব্দুস সাত্তার, এমএকে. জিলানী, নূরুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম, অলিউল হক ডলার, আসাদুল্লাহ আহম্মেদ, বিএম. রুবেল, নাহিদ হোসেন ও জহিরুল ইসলাম এবং সচেতন নাগরিক সমাজের পক্ষে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।সঞ্চালনা করেন সাংবাদিক শাকিল রেজা।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি অবিলম্বে সাংবাদিক মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহরের আহ্বান জানান