গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খান তাদের মনোনয়ন বাতিল করেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী মো. মানিক।
জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খান বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম মনোনয়নপত্রে সঙ্গে জমা দেয়া ভোটার তালিকায় এক মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে এবং কাগজপত্র ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সম্পদ বিবরণী না দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাকের পার্টির প্রার্থী মো. মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুইজনের মনোনয়নপত্র বাদ হওয়ায় বর্তমানে আসনটিতে ৭ প্রার্থীর মনোনয়নপত্র ঠিক আছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭ জন। একজনের মনোনয়ন বাতিল হওয়ায় ৬ জনের মনোনয়ন সঠিক আছে।