অলিউল হক ডলার, নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিটে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মুহা: জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ,যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,কর্মী, সমর্থক, সাধারণ জনগন।
এমপি জিয়াউর রহমান তাকে নির্বাচিত করায় সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ও জনগণকে কৃতজ্ঞতা পূর্ণ ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।