শফিকুল ইসলাম, গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার ২৯ মে দুপুরে বিদ্যালয় প্রাংগনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সৈবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু। উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, অভিভাবক, সুধী, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকগণ। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠান থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় এ চান্সপ্রাপ্ত এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।