নিজস্ব প্রতিবেদক:
নাচোল পৌরসভার শহর সমন্বয় কমিটি(টিএলসিসি)’র ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নাচোল পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু। এছাড়া আরো বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী আবু সায়েম,টিএলসিসি কমিটির সদস্য ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান, একরামুল হক, নাচোল প্রেসক্লাবের সভাপতি ও টিএলসিসি কমিটির সদস্য অলিউল হক ডলার পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, মতিউর রহমান, হেলাল উদ্দিন, সানাউল্লাহ, মনিরুজ্জামান,শাহানাজ খাতুন, নাজনীন আক্তার নাজ, ব্যবসায়ী, আলাউদ্দিন, আনারুল ইসলাম প্রমূখ। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার জলিলুর রহমান, অফিসার নিলুফা খাতুন প্রমূখ। সভায় ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া বাজেট নিয়ে আলোচনা। এছাড়া পৌর এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।