অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাদ্যোর নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরন করে উপজেলা পর্যায়ে জনসতেচনতা সৃষ্ঠির লক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল প্রাণী সম্পদ হাসপাতালের ভিএস ডাঃ সারমিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আলী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহম্মেদ, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাংবাদিক মতিউর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান, রাজ ফুড ক্যাসেল এর মালিক রুবেল, বিশাল হোটেল এর মালিক বিকাশ সাহা, সম্রাট হোটেল এর মালিক ভবেশ সাহা, ইসলামী হোটেল এর পক্ষে মেহেরুল ইসলাম, মুরগী ব্যবসায়ী ফারুক হোসেনসহ মুদি ব্যবসায়ী, ফল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।