হাবিবুল্লাহ সিপন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবাগত জেলা প্রশাসক উপজেলার পর্যায়ের সকল কর্মকর্তা ও সূধীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
আজ সোমবার বেলা ১১টায় নাচোল উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দিন, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নাচোল শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, আদিবাসী একাডেমীর সভাপতি বিধান সিং। এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ। প্রধান অতিথি নাচোল উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট, জলমহল ইজারা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং জেলা প্রশাসক তা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে কৃষি উপকরন ও ক্ষুদ্র নৃতাত্তিক শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ ও ১৭৮জন শিক্ষার্থীর মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্দের ৮লক্ষ ৯হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন। পরে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক বীর শ্রেষ্ঠ চত্তরের উদ্বোধন ,নাচোলের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।