হাবিবুল্লাহ সিপন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৪-২৫অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরামের সভাপিতত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার জিয়াউর রহমান, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, রাকিবুল হাসান প্রমূখ। উপজেলা কৃষিকর্মকর্তা সলেহ আকরাম জানান, চলতি রবি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে নাচোল উপজেলা ১৪হাজার ৫শ” ৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূলে বীজ ও রাসায়িক সার বিতরণ করা হবে।