নাচোলে গেয়াল ঘরের জানালা ভেংগে ৩টি গরু চুরি
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাটির গোয়াল ঘরের জানালা ভেংগে ৩টি গরু চুরির খবর পাওয়াগেছে।
ভুক্তোভোগী মোমিনুর রহমান সূত্রে জানাগেছে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে থেকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পচাকান্দর গ্রামের আঃ রাজ্জাক এর ছেলে মোমিনু রহমানের মাটির গোয়াল ঘরের জানালা ভেঙে চোরেরা ১টি গাভী ও ২টি বকনা গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা। গরুর মালিক রাতেই গোয়াল ঘরের জানালা ভাংগা দেখে গোয়াল ঘরে গিয়ে দেখে তার গরু ৩টি নাই। বাড়ীর আশেপাশে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে রাতেই নাচোল থানার পুলিশ খবর দেয়। খবর পেয়ে নাচোল থানার এস,আই হাসান মাহমুদ এর নেতৃত্বে একটি টীম ঘটনাস্থলে পৌঁছে রাতভর আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করে গরু গুলোর আর পায়নি । এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।