মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নিজস্ব ভবন এবং নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে দলিল লেখক সমিতির নিজস্ব ভবনে উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়।
দলিল লেখক সমিতির সভাপতি মো.মোসারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরশেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মো.মাহ্ফুজুর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর সাব-রেজিস্ট্রার মো.রেজাউল করিম,ময়মনসিংহের ভালুকার সাব-রেজিস্ট্রার মো.বোরহান উদ্দিন সরকার।
আরো উপস্থিত ছিলেন, নাগরপুর সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ।