মোমেনুর রশিদ সাগর: গাইবান্ধার পলাশবাড়ীতে “বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় তারুণ্যের ভাবনা শীর্ষক এক মতবিনাময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় স্থানীয় বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুমে সভার আয়োজন করে পিস ফেসিলিটেটর গ্রুপ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেজর (অব:) মফিজুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমম্বয়কারী রাজেশ দে রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আবদুল্লাহ্ আদিল নান্নু, মিজানুর রহমান খান সুজন, প্রভাষক নবিউল ইসলাম, আইম মিজানুর রহমান, কল্পনা বেগম, তরুণদের মধ্যে রবিউল ইসলাম, রোকাইয়া আক্তার রুমা, জান্নাতুল ফেরদৌসি, সজিব মিয়া, নূর জাহান ও নিশাদ বাবু।
সভা সঞ্চালনায় ছিলেন, সুশাসনের জন্য নাগরিক
(সুজন)’র সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সহসভাপতি সাইদুর রহমান প্রধান।