নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিক্ষুক পুণর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ১৮জন উপকারভোগীর মাঝে গাভী ও কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসাশক মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খান, আলীনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমূখ। পরে ১৮ জন ভিক্ষুকের মাঝে গাভী ও কম্বল বিতরণ করা হয়।