নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) বলেছেন, জেলার মানুষের নিরাপত্তা দিতে পুলিশ সদা প্রস্তুত আছে আপনাদের সেবায়। শুক্রবার সকালে ইসলামপুরে এক সমাবেশে তিনি এসব বলেন।
এ সময় এলাকার সাধারণ মানুষের কথা শুনেন এবং পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদক, বাল্য বিয়ে, সন্ত্রাস, জঙ্গী মাদকসহ যে কোন অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান এসপি। এলাকায় মাদক বা চোরা কারবারিদের রুখতে পুলিশ সদা প্রস্তুত আছে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিট পুলিশিং এর আয়োজনে বাল্যবিয়ে, জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও অসহায় গরীব শিতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
২১ জানুয়ারি সকালে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোছাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন, ইসলামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রেজওয়ানুল হক মন্ডল, এসআই আতাউর রহমান।
এরপর পুলিশ সুপার নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। নারী কল্যাণ সমিতি পুনাক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাবাহ বাশার এর নির্দেশনায় বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। – কপোত নবী।