রাজধানীর হানিফ ফ্লাইওভারে আবারও প্রাণ গেলো দুইজনের। বেপরোয়া বাস চাপায় মোটরসাইকেল চালক ও এক কমিউনিটি পুলিশ নিহত হয়েছেন।
শনিবার বিকালে ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহী ও ফ্লাইওভারে দায়িত্বরত লাইনম্যানকে চাপা দেয় জৈনপুর পরিবহনের একটি বাস। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, কমিউনিটি পুলিশ সদস্য মফিজুল ইসলাম এবং মোটরসাইকেল চালক আখতার। বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক-হেলপার।