সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই রাতে ০২(দুই) টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৫) এবং রাত ৯ টায় বেলকুচি ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সগুনা গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। শনিবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলখোশ প্রামানিক, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।