সুষ্ঠুভাবে কোভিড ভ্যাকসিন বিতরণের লক্ষ্যে গঠিত জেলা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত
মোঃ মঈন উদ্দীন চিশতী,দিনাজপুরঃ
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বিকাল ৫ ঘটিকার সময় দিনাজপুর জেলা সার্কিট হাউজের কনফারেন্স রুমে ক্ষুদ্র পরিসরে “সুষ্ঠুভাবে কোভিড ভ্যাকসিন বিতরণের লক্ষ্যে গঠিত জেলা কমিটির “তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সচিব মহোদয় জনাব মোঃ নুরুল ইসলাম,সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও দিনাজপুর জেলার কোভিড -১৯ নিয়ন্ত্রণ বিষয়ক কার্যক্রমের সমন্বয়কারী।
জেলা প্রশাসক জনাব মো: মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, সিভিল সার্জন,দিনাজপুর, ডাঃ আবু রেজা মোঃ মাহমুদুল হক,সহকারী পরিচালক(ভান্ডার),এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর, জনাব মোঃ শরীফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),ডাঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী, উপ পরিচালক,পরিবার পরিকল্পনা, দিনাজপুর। সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এর পক্ষ হতে সভায় অংশ নেন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার ,ডেপুটি সিভিল সার্জন,ডাঃ শাহ মোঃ এজাজ -উল হক,এম ও সি এস ও জনাব নুরুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার। সভায় আসন্ন কোভিড ভ্যাকসিন বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে পরিচালনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।