সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার: ‘লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।
শনিবার সকাল ১১ টায় বেনাপোল তালশাড়ি দারুল উলুম কওমি মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু। বাদল নার্সারির পরিচালক বাদল হোসেনের সঞ্চলনায় ৫০জন এতিম শিক্ষার্থীদের হাতে খাবার,মাস্ক ও কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুকুমার দেবনাথ,ইউনিয়ন যুবলীগ নেতা সাহেব আলী,হারুনুর রশিদ,মোকলেছুর রহমান মুকুল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আইয়ুব হোসেন,প্রচার সম্পাদক রাসেল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক লোকমান রাসেল,সহ-প্রচার সেলিম রেজা,সদস্য মুক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।