আলামিন আলি, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ১৫২জন এতিম শিশুদের সোনামসজিদ রংধনু পার্কে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেন যুবরাজ আলম মানিক।
সুবিধাবঞ্চিত ইয়াতিম শিশুদের মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ইয়াতিম শিশুদের হাম নাত কেরাত গজল ও লেখার মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল ইসলাম নব-নির্বাচিত মেয়র শিবগঞ্জ পৌরসভা, নাজমুল কবির মুক্তা সভাপতি শিবগঞ্জ উপজেলা আ’লীগ, আতিকুল ইসলাম টুটুল খান সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা আ’লীগ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, সাহাব উদ্দিন অধ্যক্ষ জামবাড়ীয়া ডিগ্রি কলেজ, ইসরাফিল হক চেয়ারম্যান পদপ্রার্থী ৩ নং দায়পুখুরিয়া ইউনিয়ন।
আয়োজনে যুবরাজ আলম মানিক, মানিক ইন্টারন্যাশনাল এম, কে এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এম, কে ফাউন্ডেশন।