বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২১খিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার, সিদ্ধিরগঞ্জ, চিটাগাংরোড এলাকায় আবস্থিত মের্সাস আলিফ মেডিসিন কর্ণার নামক ১টি ঔষধ ফার্মেসীকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদউর্ত্তিণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা এবং ৫১ ধারায় ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা মোট ১,০০,০০০/- (একলক্ষ টাকা) জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। উক্ত অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।