হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিক্রয়ের অপরাধে শাহিনুর রহমান (সাহিন)নামে এক ব্যাবসায়ীর গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও ১২৭৫ কেজি গুড়া দুধ জব্দ করে গুডাউন সিলগালা করা হয়েছে। শাহিনুর ঘোলাদিঘি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গোয়েন্দা সংস্থার তত্ত্বের ভিত্তিতে সদরের চৌধুরীপাড়ার একটি গোডাউন হতে অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিভিন্ন দোকানে গোপনে পাইকারী বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এবং সেখানে ২৫ কেজি ওজনের ৫১ বস্তা অনুমোদন বিহীন গুঁড়া দুধ হাতে নাতে পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩৮২৫০০ টাকা।
অনুমোদনবিহীন গুড়া দুধ বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ওই সমস্ত মালামাল জব্দ করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন। এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ সময় থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।