অলিউল হক ডলারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক দ্রব্যনিয়ন্ত্রন,বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন রোধ কল্পে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিসুর খাঁন,ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু। এছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইমাম মাওঃ এনামুল হক ,নিকাহ রেজিস্ট্রার মোবারক হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক অলিউল হক ডলার, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ,ডাঃ মাহফুজুর রহমান,আওয়ামীলীগ নেতা আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, মানবাধিকার কর্মী সিমু, মিনতি রানি, বদিউজ্জামান।আলোচনা শেষে প্রধান অতিথি শপত বাক্য পাঠ করান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব।