বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হুকুমের আসামি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
এই মামলায় মূল আসামি করা হয়েছে হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ বাবুনগরীকে। এছাড়া, খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামলাটি করেছেন, জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছে। এ ব্যাপারে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।