জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রর্থী আঃহাকিমের পথসভা অনুষ্ঠিত হয়েছে।১৩ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় জেলা আদর্শ স্কুল থেকে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে পথ সভা শেষ হয়।
পথসভা শেষে সমাবেশে বক্তব্য রাখেন,জেলা প্রবাসী কল্যান সমিতির সভাপতি
জসিম মন্ডল,চাপইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেয়াজ দুলাল,জেলা অটোরিক্সা চালক ও মালিক সমিতির সভাপতি মেসবাহুল ইসলাম,সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম শরিফ,আব্দুল মালেক,ওয়ার্ডের বিভিন্ন সংগঠনের মহিলা নেতাকর্মীরা।
এ সময় বক্তব্যে বক্তারা বলেন;চাপইনবাবগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আঃহাকিম জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ,পৌর মানুষের মৌলিক চাহিদা পূর্ন করতে কাজ করবে বলেন বক্তারা।