অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে প্রাণহানী এড়ানোর লক্ষে উপজেলা পরিষদ ক্যাম্পাশে বজ্র নিরোধক যন্ত্র স্থাপণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ ভবনের ছাদে এ বজ্র নিরোধক যন্ত্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী(্এলজিইডি) শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, উপসহকারী প্রকৌশলী (দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) জাকির হোসেন ও সহকারী প্রোগ্রামার আতিকুর রহমান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, যন্ত্রটি ফ্রান্সের ইনডেলাক কোম্পানীর তৈরী। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ আমিনুল ইসলামের টিআর প্রকল্পের বরাদ্দ থেকে বাস্তবায়ন করা হয়েছে। যন্ত্রটির সর্বমোট স্থাপন ব্যয় ৭ লাখ ৫০হাজার টাকা। যন্ত্রটির ১০০বর্গ মিটারের মধ্যে বজ্রপাত হলে তা মুহুর্তে নিস্ক্রীয় হয়ে পড়বে।