মিজানুর রহমান, বাগমারা, রাজশাহী:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর সভার প্রাণ কেন্দ্রে অবস্থিত তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ইং পরীক্ষার্থীদের বিদায়,নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় তাহেরপুর উচ্চ বিদ্যালয় চত্বরে সহকারী শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা এর উপস্থাপনায় ও তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজশাহী ৫৫ (বাগমারা-৪) আসনের মনোনয়ন প্রত্যাশি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাক্কার মৃধা মুনসুর,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র খন্দকার সায়লা পারভীন,তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এস.এম জিয়াউদ্দিন টিপু,সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান , তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান মীর স্বপন,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম,তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি জিলালুর রহমান,সহকারি অধ্যাপক সত্যজিত রায় তোতা,সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান বুলু,ডাক্তার ইয়াচিন প্রামানিক,মাওলানা জহির উদ্দিন,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক,ছাত্র/ছাত্রী অভিভাবক বৃন্দ।
তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে। বক্তব্য শেষে বিদায়ী ছাত্র/ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।